কাজ শেষে বাড়ি ফেরার পথে পদ্মায় ডুবল যুবক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ২১:৩১
অ- অ+

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ট্রলার থেকে পরে রবিউল ইসলাম (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সে সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার চরকইজুরী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার বাবুরচর এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের জন্য জিও ব্যাগ স্থাপনের কাজ শেষে বাড়ি ফেরার পথে হরিরামপুর উপজেলা পয়েন্টে আন্ধারমানিক ঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পদ্মা নদীর মাঝে ট্রলারের পেছনের দিক থেকে অসাবধানতাবশত পানিতে পরে যায় রবিউল।

পরে ৯৯৯ এ কল পেয়ে হরিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে ঘটনাস্থলে যায় এবং উদ্ধার অভিযান চালায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।

ট্রলারটিতে নিখোঁজ রবিউলের আপন মামা ও মামাতো ভাই ছিলেন। রবিউল মৃগী রোগী ছিল বলে স্বজনেরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, নিখোঁজ রবিউলের উদ্ধার অভিযান অব্যাহতসহ আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা যুদ্ধ থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা ট্রমায় আক্রান্ত, বাড়ছে আত্মহত্যার ঘটনা
টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দুই মাঠে খেলে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের জয়!
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা