রূপগঞ্জে দগ্ধ গৃহবধূর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দগ্ধ বিউটি বেগম (৫০) ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনিস্টিউটে মারা গেছেন। সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।
একই ঘটনায় তার মেয়ে শিমু দগ্ধ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেয়া আগুনে তারা আহত হন।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/কেএম)
মন্তব্য করুন