বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ নয়, জরুরি কাজে গেলে লাগবে এনআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ১৪:৩৯| আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৫:১৭
অ- অ+

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিনা প্রয়োজনে প্রবেশ করা যাবে না। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করতে চাইলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা পাসপোর্ট নিয়ে যেতে হবে।

গতকাল সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখতে বলা হয়েছে।

এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহকৃত নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

অন্যথায় অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা