শরীয়তপুর-১ আসনে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক আইজিপি শহীদুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ১৮:৪৯| আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৯:২০
অ- অ+

দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। মঙ্গলবার দুপুরে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

শহীদুল হক জানান, গত শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ভাতিজা ইমরান বেপারী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জমা দিয়েছেন সোমবার।

শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলায় শহীদুল হকের পৈতৃক বাড়ি। নড়িয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ইসমাইল হক তার ছোট ভাই।

তবে শরীয়তপুর-১ আসনে সাবেক আইজিপির বাড়ি রয়েছে এবং ছোটবেলা থেকে সেখানে পড়াশোনা করেছেন এবং বড় হয়েছেন। সে কারণে তিনি শরীয়তপুর-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শহীদুল হক আরও জানান, তিনি শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে কোনো দলীয় কোন্দল থাকবে না। সেখানকার জনসাধারণ তাকেই চান বলে দাবি তার।

সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন নরকলিকাতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

পুলিশ সুপার হিসেবে শহীদুল হক চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

আরও পড়ুন>৯ বছরে সুনাম সাফল্যের মুকুট, সাবেক আইজিপি শহীদুল হক প্রতিষ্ঠিত অনন্য এক শিক্ষাপ্রতিষ্ঠান

শহীদুল হক ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে এমএসএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এমএইচ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা