শরীয়তপুর-২ ও ৩ আসন: এক পরিবারে নৌকার প্রার্থী ৩ জন

মেহেদী হাসান, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৩, ১৮:২২| আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৯:২৩
অ- অ+

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এ পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ২ ডজন প্রার্থী।

এ দুটি সংসদীয় আসনে এক পরিবারের ৩ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। এরই মধ্যে মনোনয়ন পেতে দৌঁড়-ঝাপ শুরু করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার (শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-১০)। তবে তিনি কখনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার চাচাতো ভাই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত এমএ রেজার স্ত্রীর মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদা রেজা নূর (শরীয়তপুর-২ ও ৩) ও তার মেয়ে রাজিয়া সুলতানা (শরীয়তপুর-৩)। তবে সে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু ওই পরিবার একমাত্র ছাত্রলীগ থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার কোনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

জহির সিকদার ছাত্রলীগের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যন্ত বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি দীর্ঘদিন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির সহচর।

এদিকে ওই ৩ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে দলীয় সভাপতি কাকে মনোনয়ন দিচ্ছেন, নাকি এ পরিবারের কেউ মনোনয়ন পাচ্ছেন না এ নিয়ে জনসাধারণের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। স্থানীয় জনসাধারণের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর-২ ও ৩ নির্বাচনী এলাকার অনেকেই বলেন, ওই নির্বাচনী এলাকার ১০টা ইউনিয়নের নামও বলতে পারবে না মনোনয়ন প্রত্যাশীরা। সত্যিই হাস্যকর।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/ এমএইচ/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা