শরীয়তপুর-২ ও ৩ আসন: এক পরিবারে নৌকার প্রার্থী ৩ জন

মেহেদী হাসান, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৯:২৩ | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৩, ১৮:২২

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) ও শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এ পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন ২ ডজন প্রার্থী।

এ দুটি সংসদীয় আসনে এক পরিবারের ৩ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। এরই মধ্যে মনোনয়ন পেতে দৌঁড়-ঝাপ শুরু করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার (শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-১০)। তবে তিনি কখনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার চাচাতো ভাই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য প্রয়াত এমএ রেজার স্ত্রীর মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদা রেজা নূর (শরীয়তপুর-২ ও ৩) ও তার মেয়ে রাজিয়া সুলতানা (শরীয়তপুর-৩)। তবে সে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু ওই পরিবার একমাত্র ছাত্রলীগ থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার কোনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

জহির সিকদার ছাত্রলীগের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যন্ত বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি দীর্ঘদিন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির সহচর।

এদিকে ওই ৩ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে দলীয় সভাপতি কাকে মনোনয়ন দিচ্ছেন, নাকি এ পরিবারের কেউ মনোনয়ন পাচ্ছেন না এ নিয়ে জনসাধারণের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। স্থানীয় জনসাধারণের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর-২ ও ৩ নির্বাচনী এলাকার অনেকেই বলেন, ওই নির্বাচনী এলাকার ১০টা ইউনিয়নের নামও বলতে পারবে না মনোনয়ন প্রত্যাশীরা। সত্যিই হাস্যকর।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/ এমএইচ/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বকশীগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে নজরুল ইসলাম

সন্ধ্যায় আ.লীগের কার্যনির্বাহী বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়ে

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :