আলফাডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুতের ট্রান্সফরমার ‘চুরি করতে গিয়ে’ বিদ্যুতায়িত হয়ে বাবুল মোল্যা (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার টোনাপাড়া গ্রামে। মৃত বাবুল মোল্যা একই উপজেলার হেলেঞ্চা মধ্যপাড়া এলাকার মৃত শুকুর মোল্যার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির সামনের সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে বৃহস্পতিবার সকালে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় মৃত ব্যক্তির ডান হাতে বৈদ্যুতিক শকের চিহ্ন ছিল। পুলিশের ধারণা, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বৈদ্যুতিক শক খেয়েই তার মৃত্যু হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।’
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এমআই/কেএম)

মন্তব্য করুন