অবরোধের সমর্থনে খিলগাঁও রেল গেইটে ছাত্রদলের মশাল মিছিল

দেশে সর্বাত্মক অবরোধের সমর্থনে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে খিলগাঁও থানার সামনে থেকে শুরু হয়ে মশাল মিছিলটি খিলগাঁও রেল গেইটে এসে শেষ হয়। মশাল মিছিলটি দেখে আতঙ্কে আশপাশ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভুঁইয়ার নেতৃত্বে মশাল উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহবায়ক নাঈম আবেদীন, আক্তার হোসেন, রুহুল আমিন, আরমান হোসেন বাপ্পি, রাশিদ তানজীম, নজরুল ইসলাম বাবু, মুদাসসিরুল ইসলাম রায়হান, সদস্য মনিরুজ্জামান টিটু, খিলগাঁও থানা ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান হিরা, সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল, ধানমন্ডি থানা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সেতু, হাজারীবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আবিদ হাসান, সবুজবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সায়েম, মতিঝিল থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রনি, কলাবাগান থানা ছাত্রদলের সদস্য সচিব রবিন বাকাউল, রমনা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শামীম মোল্লা, শাহবাগ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সিদ্বেশরী কলেজ ছাত্রদলের আহবায়ক সোহেল আহমেদ সানি, পল্টন থানা ছাত্রদলের সদস্য সচিব মওদুদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইমতিয়াজ, নিউ মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক জয়, টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ হাসানসহ নেতৃবৃন্দ।
ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি/ ইএস

মন্তব্য করুন