দলছুট নেতাদের নিয়ে চিন্তিত নয় বিএনপি

জাহিদ বিপ্লব, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:২১| আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৬:১৮
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপিকে ছেড়ে যেসব নেতা বা দল চলে গেছে তাদের নিয়ে বিএনপি মোটেও চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা। তারা বলছেন, একদিকে বিএনপি নেতাদের বিরুদ্ধে চলছে গ্রেপ্তার, মামলা, সাজা, তল্লাশি-হয়রানি। অন্যদিকে নির্বাচনে অংশ নিতে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে নানা প্রলোভন। এই প্রলোভনের ফাঁদে পা দিয়ে বিএনপির কিছু নিষ্ক্রিয়, বহিষ্কৃত ও দলছুট নেতা নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে চিন্তার কিছুই নেই। কারণ, তারা বহু আগে থেকেই নিস্ক্রিয় হয়ে আছেন এবং মূলধারার বাইরে চলে গেছেন। এদের চলে যাওয়ায় দলে কোনো প্রভাব পড়বে না, কারণ দলের বাইরে গিয়ে তাদের কিছুই করার ক্ষমতা নেই।

দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সরকারের বিভিন্ন সংস্থা নানাভাবে চাপ প্রয়োগ করে নির্বাচনমুখী করার জন্য চতুর্মুখী চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, কারান্তরীণ দলের সিনিয়র নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের জেল থেকে মুক্তিসহ এমপি হওয়ার প্রলোভন দেখিয়েও ব্যর্থ হয়েছে সরকার।

শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না- এখন পর্যন্ত এ দাবিতে অনড় আছেন নেতারা। তারা মনে করছেন, বিএনপিতে যারা ‘অপ্রয়োজনীয়’, ‘নিষ্ক্রিয়’ কিংবা ‘গুরুত্বহীন’ ছিলেন তারা অনেক জায়গায় ভিড়েছে।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ছাড়াই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা দিনকে দিন জোরালো হচ্ছে। এর বড় কারণ হচ্ছে, এখনো পর্যন্ত কোন সমঝোতা চেষ্টা দৃশ্যমান হয়নি।

পর্যবেক্ষকদের অনেকে ধারণা করছেন, ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলকে নানা সুবিধা দিয়ে নির্বাচনে এনে ক্ষমতাসীনরা দেখাতে চায় যে নির্বাচনে অনেক দল অংশ নিয়েছে এবং সেটি 'অংশগ্রহণমূলক' হয়েছে।

এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি সূত্র জানায়, তৃণমূল বিএনপি এবং বিএনএম বিএনপির উল্লেখযোগ্য নেতাকে নির্বাচনমুখী করতে না পারায় তাদের প্রতি ক্ষুব্ধ সরকারিদলের শীর্ষনেতারা।

সারাদেশে মামলা-হামলা আর গ্রেপ্তারের মধ্যেও গত বছরের মধ্যভাগ থেকে রাজনীতির মাঠে ঢেউ তুলতে সক্ষম হয়েছিলেন তাঁরা। তবে, ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারানে প্রকাশ্যে আর রাজপথে নামতে পারেনি বিএনপি। আটক করা হয় দলটির মহাসচিবসহ সক্রিয় শীর্ষনেতাদের। হুলিয়া নিয়ে আত্মগোপনে আছেন বাইরে থাকা সিনিয়র নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা টাইমসকে বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা হতাশ নয়। শত প্রতিকূলতার মাঝেও সারাদেশে তারা রাজপথে আছে। গণতন্ত্র পুনরুদ্ধার আনদোলনে বিক্রি হবার দল বিএনপি নয়। যতবেশি ভয়ভীতি দেখাবে তৃণমূলের নেতাকর্মীরা তাত বেশি উজ্জীবিত হবে।

বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছেন, দলকে ভাঙা এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে অবিশ্বাস ও বিভাজন বাড়াতে অনেক দিন ধরে একটি মহল আগে থেকেই সক্রিয় রয়েছে। নির্বাচন সামনে রেখে ওই মহল আবারও তৎপর হয়েছে।

গত কিছুদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল এখন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও বিএনপি নিষ্ক্রিয় শতাধিক নেতা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কোনোরকম যোগাযোগ রক্ষা করছেন না। আত্মগোপনের নামে কেউ কেউ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন এবং নির্বাচনের মনোনয়নের দিন তারা আকস্মিকভাবে মনোনয়ন জমা দেবেন এমন তথ্যও পাওয়া যাচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে যেসব ছোট ছোট দলের তৎপরতা সম্প্রতি দৃশ্যমান হয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং অপরটি হচ্ছে তৃণমূল বিএনপি।

যদিও সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কাউকেই সরকার টোপ দেয়নি। সরকার ভাঙা-গড়ার রাজনীতি করে না।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা টাইমসকে বলেন, যখন মৃত্যু ঘনিয়ে আসে এবং বেঁচে থাকার কোনো আশা থাকে না, তখন অনেকেই বেঁচে থাকার জন্য কিছু একটা ধরে রাখার চেষ্টা করে। তাই, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে সাজা তাদের (সরকার) পরিকল্পনার অংশ যে, বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া, রাজনীতিকে বিলুপ্ত করা। দেশ ও রাজনীতিবিদদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে একাই নির্বাচনের প্রতিবন্ধকতা পার করা”। তিনি বলেন, প্রধানমন্ত্রী সিনেমার ভিলেনের মত অন্যদল ও সংসার ভাঙার নোংরা খেলায় মেতে ওঠেছে।

এদিকে, বিএনএম শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিনসহ সাবেক ৫০ জন এমপি যোগদান করবেন বলে দাবি করা হয়। তবে, যোগদানের বিষয়ে ঢাকা টাইমসকে অস্বীকার করে বিএনপি নেতা মেজর অব. বলেন, বিএনএম বা তৃণমূল বিএনপিতে যোগদানের প্রশ্নই আসে না। সব গুজব। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এসব অপপ্রচার করা হচ্ছে।

বিএনপির সিনিয়র বা সক্রিয় নেতাতো দূরের কথা খুলনার নজরুল ইসলাম মঞ্জু, কুমিল্লার মনিরুল হক সাক্কু, শওকত মাহমুদ, চাঁদপুরের এহসানুল হক মিলনসহ বিএনপি থেকে বহিষ্কার ও কোনঠাসা কোনো জনপ্রিয় নেতাকেও নির্বাচনে ভীড়াতে ব্যর্থ হয়েছে সরকারের আর্শীবাদ পুষ্ট তৃণমূল বিএনপি এবং বিএনএম। এ দুটি দল সক্রিয় বা প্রতিষ্ঠিত কোন দলকে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছেন বলে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা ভাষায় যাদেরকে আনা হয়েছে সেগুলো ‘এক ব্যক্তির এক দল’। আবার কোনো দলের নেতা কিংবা দল সাধারণ মানুষের কাছে একেবারেই অপরিচিত। তবে, সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যত বেশি সংখ্যক ভোটার নির্বাচনে ভোট দেবে, নির্বাচন তত বেশি অংশগ্রহণমূলক হবে।

অন্যদিকে ছোট দলগুলোর নেতারা মনে করছেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও ক্ষমতা থাকতে আওয়ামী লীগের কোনো সমস্যা হয়নি। অতীতে দুটো নির্বাচনের অভিজ্ঞতায় এসব দলের অনেকের মধ্যে এ ধারণা আরো জোরালো হয়েছে। তাই নামসর্বস্ব দলগুলো এবার এ সুযোগ হাতছাড়া করতে নারাজ।

গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিক বলেন, অতীতে আওয়ামী লীগকে ভেঙে অনেক রাজনৈতিক দল গঠন করা হয়। বিএনপি থেকে বেরিয়েও দল করা হয়। সেই দলগুলোর তো এখন অস্তিত্ব নেই। এই দলও একটু ভূমিকা পালন করে হাস্যরসের জোগান দেবে, আরকি!

এ বিষয়ে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়ার জুয়েল ঢাকা টাইমসকে বলেন, সরকার যেকোনো প্রক্রিয়ায় ক্ষমতায় থাকতে চায়। কারণ, তারা যে পরিমাণ জনগণের প্রতি অন্যায়-অবিচার এবং রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, কোনো রকম পতন হলে তারা কেউ রক্ষা পাবে না। এরজন্য তারা ক্ষমতার প্রয়োজনে যত নিচে নামার দরকার তারা নামবে। তবে, এত নোংরামি করেও হালে পানি পাচ্ছেন না। বিএনপি নয়, একসময় সরকারই হতাশ হয়ে হাল ছেড়ে দিবে। এই সময় খুব বেশি দুরে নয়, অতি সন্নিকটে।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ এবং যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। মানুষের অধিকার আদায় আন্দোলনে বিজয়ী হয়ে জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি/কেএ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা