দলীয় মনোনয়নে নির্বাচন করার ঘোষণা হিরো আলমের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত ও সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে দলীয় মনোনয়নে প্রার্র্থী হওয়ার ঘোষণা দিলেও কোন দল থেকে প্রার্র্থী হবেন তা জানানো হয়নি।
শনিবার রাতে মুঠোফোনে দলীয় মনোনয়নে নির্বাচন করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। হিরো আলম বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।
হিরো আলম বলেন, নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে। বগুড়া থেকে নির্বাচন করবো। ৩০ তারিখে মনোনয়ন জমা দেব। তবে কোন দল থেকে মনোনয়ন নিয়েছি তা আগামী ৩০ তারিখে দেশে এসে আপনাদের জানাবো।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি। ওইসব নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম। বলেছিলেন ‘এই সরকারের অধীনে আর নির্বাচন করবো না।
(ঢাকা টাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/পিএস/এসএ)

মন্তব্য করুন