নড়াইল-১ আসনে মুক্তি, ২ আসনে মাশরাফী হলেন নৌকার মাঝি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে নড়াইল-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে বর্তমান সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। মনোনয়ন পাওয়ার খবরে নড়াইলের দুটি আসনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাস করেন।
এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলে চতুর্থবারের মতো এমপি হবেন কবিরুল হক মুক্তি। এ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কেনেন ১১ জন।
অন্যদিকে এবার বিজয়ী হলে দ্বিতীয়বারের মতো এমপি হবেন মাশরাফি বিন মর্তুজা। এখানে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ২২ জন।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন