বগুড়া-৪ আসনে আ.লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ২২:২০
অ- অ+

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার কর্মী-সমর্থকরা। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার পরেই রবিবার বিকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল বের হয়।

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৫ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলী গের সভাপতি আনোয়ার হোসেন রানাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পাওয়া তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।

জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি এখনও ঢাকায় অবস্থান করছি। আমার এলাকার তৃণমূল পর্যায়ে কর্মী-সমর্থকদের আশা ছিল আমি মনোনয়ন পাবো। কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে অগ্নিসংযোগ
ড্রেজিং কাজে পাঁচদিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরিঘাট
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা