বগুড়া-৪ আসনে আ.লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার কর্মী-সমর্থকরা। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার পরেই রবিবার বিকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল বের হয়।
বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ৫ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলী গের সভাপতি আনোয়ার হোসেন রানাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পাওয়া তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন।
জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি এখনও ঢাকায় অবস্থান করছি। আমার এলাকার তৃণমূল পর্যায়ে কর্মী-সমর্থকদের আশা ছিল আমি মনোনয়ন পাবো। কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন