অবরোধের সমর্থনে খুলনায় বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ২৩:০৫
অ- অ+

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের এক দফা দাবিতে ডাকা সর্বাত্মক অবরোধের সপ্তম দফার প্রথম দিনে মিছিল করেছে খুলনা মহানগর বিএনপি ও জেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার দুপুরে খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে পুরাতন জেলা নির্বাচন অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ আলম সান্টু, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু,শফিকুল ইসলাম হোসেন,তৈবুর রহমান, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মো:মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল, মহানগর ও জেলা শাখার অন্তর্গত থানা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবদের মধ্যে উপস্থিত ছিলেন মুর্শিদ কামাল, সাজ্জাদ আহসান পরাগ, মোল্লা সাইফুর রহমান, ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, এনামুল হক, খন্দকার ফারুক হোসেন, আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান রানা, আব্দুস সালাম, তারিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদ হোসেন, শেখ আলী আক্কাস, ফারুক হোসেন, খুলনা মহানগর ও জেলা যুবদল নেতা আব্দুল আজিজ সুমন ও জাবির আলীর নেতৃত্বে মহানগর ও জেলা যুবদল নেতৃবৃন্দ, শফিকুল ইসলাম শফির নেতৃত্বে শ্রমিক দল, আতাউর রহমান রুনু ও মুনতাসির আল মামুনের নেতৃত্বে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল, শাহনাজ সরোয়ারের নেতৃত্বে খুলনা মহানগর মহিলা দল, মাসুম বিল্লাহ ও তাজিম বিশ্বাসের নেতৃত্বে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা