নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৮| আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৩:০৫
অ- অ+

সাতক্ষীরার আশাশুনিতে ধান ক্ষেতে ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন সানা (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইনতলার বিলে এই ঘটনা ঘটে। নিহত খোকন বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের কেয়ামুউদ্দিন সানার ছেলে।

প্রত্যক্ষদর্শী গদাইপুর জের আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ কুমার গাইন বলেন, সম্প্রতি আমন চাষের ব্যাপক হারে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় খোকন সানা তার জমিতে ইঁদুর মারতে জমির চারপাশে বৈদ্যুতিক সংযোগ দেন।

রবিবার রাত ১০টার দিকে ইঁদুরের কী অবস্থা দেখতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টের কথা শোনা মাত্রই থানা থেকে একজন অফিসারকে পাঠানো হয়। বর্তমান লাশ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। তবে পরিবারের কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা