নির্বাচিত হলে জনগণের সেবায় মগ্ন থাকবো: এমপি নদভী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ২১:৪৬| আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২১:৫৩
অ- অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

সোমবার সকালে প্রফেসর ড. আবু রেজা নদভী নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়ে এয়ারপোর্ট পৌ্ঁছালে সকল নেতাকর্মীরা রিসিভ করেন। সেখান থেকে তিনি সাতকানিয়া-লোহাগাড়ার উদ্দেশে রওনা দেন। সাতকানিয়া থেকে লোহাগাড়ায় তিনি পৌঁছলে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। প্রথমে তিনি তার মরহুম পিতা, উপ মহাদেশের প্রখ্যাত আলেম নাজেমে আলা হযরত আলহাজ্ব মাওলানা ফজলুল্লাহ`র কবর জেয়ারত, প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিন বীর বিক্রম পিএসসির কবর জেয়ারত এবং হযরত শাহ ছাহেব কেবলার কবর জেয়ারত করেন।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে তৃতীয়বারের মতো নৌকা প্রতীক মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমি সাতকানিয়া-লোহাগাডা সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাই। সাতকানিয়া লোহাগাড়ার মানুষ যেভাবে আমার জন্য কান্নাকাটি করেছে সত্যিই আমি অভিভূত হয়েছি। আমি নির্বাচিত হলে সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের সেবায় মগ্ন থাকবো। পুনরায় এমপি নির্বাচিত হলে সাতকানিয়া লোহাগাড়ায় ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস, প্রচার-প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা