মনোনয়ন পেয়ে সোনারগাঁয়ে জাতীয়পার্টির আনন্দ মিছিল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ২২:০৬
অ- অ+

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ে লাঙ্গল প্রতীকে পুনরায় দলীয় মনোনয়ন পেয়ে আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এমপি লিয়াকত হোসেন খোকা সমর্থকরা।

সোমবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আনন্দ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু ও জাবেদ রায়হান জয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, যুব সংহতি আহ্বায়ক কাজী লিটু, সাধারণ সম্পাদক সিকান্দার মাস্টার, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির ও মান্নান মেম্বার প্রমুখ। এছাড়াও আনন্দ মিছিলে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ শতশত নেতাকর্মীরা অংশ নেয়।

আনন্দ মিছিল শেষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাবেদ রায়হান জয় বলেন, বিগত দিনে সোনারগাঁয়ে লিয়াকত হোসেন খোকার হাত ধরে যে উন্নয়ন হয়েছে, সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও লাঙ্গল মার্কায় ভোট দিয়ে প্রয়াত পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন পূরণ করবে সোনারগাঁয়ের আপামর জনগণ।

(ঢাকা টাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা