বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসকের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৬| আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২:১৫
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা উদ্বেগজনক, যা রাষ্ট্র পরিচালনার উপরেও প্রভাব ফেলতে পারে। এমনই আশঙ্কার বার্তা দিলেন হোয়াইট হাউসের সাবেক চিকিৎসক রনি জ্যাকসন। তিনি বলেন, ‘তার (জো বাইডেন) শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে, এই অবস্থায় রাষ্ট্র পরিচালনা করা কঠিন হবে।’ সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি লাইভ অনুষ্ঠানে এ দাবি করেন ডা. জ্যাকসন।

প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সময়ে হোয়াইট হাউসের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডা. রনি জ্যাকসন। বাইডেন ২০২৪ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা করার পর থেকেই একাধিকবার তার স্বাস্থ্য নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন ডা. জ্যাকসন।

এ প্রসঙ্গে ডা. জ্যাকসন বলেন, ‘প্রেসিডেন্টের কাজ খুবই কঠিন। মানসিক এবং শারীরিক পরিশ্রম করতে হয়। এই ব্যক্তি (বাইডেন) আর সেটা সামলাতে পারবেন না। দিন দিন পরিস্থিতি শোচনীয় হয়ে যাচ্ছে।’

বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট পদে থাকাকালীন বাইডেনের শারীরিক অবস্থার অনেক অবনতি ঘটেছে। ফলে তার আর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে থাকা উচিত নয়। পরবর্তী চার বছরের জন্য তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

জ্যাকসন বলেন, ‘আমরা এই ব্যক্তিকে এই মেয়াদের বাকি সময় এবং তারপর আরও চার বছরের জন্য অফিসে রাখতে পারি না। তিনি ইতোমধ্যে আমাদের এখনই বড় ঝুঁকির মধ্যে ফেলেছেন। দেশের নিরাপত্তা এবং উন্নতির স্বার্থে আগামী নির্বাচন থেকে তার সরে যাওয়াই বাঞ্ছনীয়।’

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এমআর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপিএলের ফাইনালে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চিটাগং
জাজিরায় মা ও সৎবাবার নির্যাতনে শিশুর মৃত্যু
অভিনেত্রী শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি 
বগুড়ায় আ.লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিস গুঁড়িয়ে দিয়েছে জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা