এলজিইডিতে জলবায়ুর প্রভাব মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও গুণমান নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১৫:৩৬| আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৬:১৬
অ- অ+

২৮ নভেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত তিন দিনব্যাপী জলবায়ু প্রভাব মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও গুণমান নিশ্চয়তকরণ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন ক্রিম ও ক্রিলিক এর প্রকল্প পরিচালক মো. নাজমুল হাসান চৌধুরী। প্রশিক্ষণ উদ্বোধনকালে বলেন, এই প্রশিক্ষণের গুরুত্ব অনেক। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে অস্থায়ী কিংবা স্থায়ী নেতিবাচক প্রভাব পড়ছে তা মাথায় রেখে স্থানীয় অবকাঠামো উন্নয়নে আমাদের ভবিষতের জন্য নানামুখী প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত হতে হবে।

প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে ভোলা সদর, তমিজউদ্দিন ও লালমোহন উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীগণ জুম লিঙ্কের মাধ্যমে এবং এলজিইডি সদর দপ্তরের ১২ জন প্রকৌশলী সরাসরি প্রশিক্ষণে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন আইডিসি ক্রিলিকের টিম লিডার ড. ডান বুম, সিনিয়র অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এক্সপার্ট এন্টোনিও এরানাস, সিনিয়র সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট হমড্রম ওয়েভিন্দ ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ। -সংবাদ বিজ্ঞপ্তি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউমার্কেট এলাকায় চুরি-ডাকাতির আসামিসহ গ্রেপ্তার ৪
প্রতিবেশী দেশের কাছ থেকে সবসময় ভালো আচরণ প্রত্যাশা করি: ফারুক
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে: অভিযোগ জেলেনস্কির
নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা