ছোট দল বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন ডলি সায়ন্তনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪১| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:২৯
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএমে যোগ দিয়েছেন নব্বইয়ের দশকের হিট গায়িকা ডলি সায়ন্তনী। পাবনা-২ আসন থেকে দলটির প্রার্থীও হচ্ছেন তিনি। সেই লক্ষ্যে গত সোমবার তোলেন মনোনয়ন ফরম, জমাও দিয়েছেন ইতোমধ্যে।

দেশের শোবিজ তারকাদের নজর যেখানে বড় দলের দিকে, এবার সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন ফরমও তুলেছিলেন এক ডজনের বেশি অভিনেতা-অভিনেত্রী ও কণ্ঠশিল্পী, সেই জগতের মানুষ হয়ে ডলি সায়ন্তনী কেন যোগ দিলেন নতুন এবং অপেক্ষাকৃত ছোট দল বিএনএমে?

এমন প্রশ্ন গত দুদিন ধরে ছিল তার ভক্ত-সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের মনে। অবশেষে বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন মিষ্টি কণ্ঠের গায়িকা ডলি সায়ন্তনী।

সংবাদমাধ্যমকে এই কণ্ঠশিল্পী বলেছেন, ‘বিএনএম থেকে আমাকে ভালো একটা অফার করা হয়েছিল। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই তো রাজনীতিতে যোগ দিয়েছেন। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তাহলে না কেন? এ জন্য বিএনএমে যোগ দিয়েছি।’

যদিও সেই ভালো অফারটা কী, তা পরিষ্কার করেননি ডলি সায়ন্তনী। তবে ফিসফাস চলছে, প্রার্থী হওয়ার জন্যই বিএনএমে যোগ দিয়েছেন এই গায়িকা। রাজনীতিতে পা রেখেই জাতীয় সংসদ নির্বাচনে একটা দলের প্রার্থী হতে পারা, এর চেয়ে ভালো অফার আর কী হতে পারে? চলছে এমন আলোচনা।

গত সোমবার বিকালে রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ড. মো. শাহজাহানের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন ডলি সায়ন্তনী। এই প্রথমবার কোনো রাজনৈতিক দলে যোগ দিলেন তিনি।

সে সময় পাবনা-২ আসন থেকে বিএনএমের প্রার্থী হওয়া প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।’

গানের জগতে এক সময় তরুণ প্রজন্মের ক্রেজ ছিলেন ডলি সায়ন্তনী। তার গান মানেই ছিল অন্যরকম উন্মাদনা, কণ্ঠে ছিল আধুনিকতার ছোঁয়া। সুদীর্ঘ কর্মজীবনে ১৫টি একক অ্যালবাম, ১০০টির ওপরে দ্বৈত ও মিশ্রিত অ্যালবাম এবং ৭০০টির ওপরে সিনেমায় গান গেয়েছেন এই শিল্পী।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা