দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২ উইকেটে ৭৮ রান কিউইদের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪৮| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৪:০১
অ- অ+

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে টাইগারদের বিপক্ষে ২ উইকেটে ৭৮ রান তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের প্রথম বলেই উইকেট হারিয়ে ৩১০ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। এরপরেই ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান তুলে লঞ্চ বিরতিতে গেছে গেছে কিউইরা।

ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলতে থাকে দুই কিউই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। এই দুই ব্যাটার দেখেশুনেই এগোতে থাকেন। অবশেষে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা এই জুটিকে থামান তাইজুল ইসলাম। তাইজুলের বলে ফাইন লেগে নাঈম হাসানের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান টম লাথাম। আউট হওয়ার আগে করেন ৪৪ বলে ২১ রান। তার বিদায়ে ৩৬ রানে প্রথম উইকেট হারায় কিউরা।

৩৬ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ।

মিরাজের বলে সিলি পয়েন্টে শাহাদাত হোসেন দিপুর হাত ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ডেভন কনওয়ে। ৪০ বলে ১২ রান করেন তিনি।

ডেভন কনওয়ের বিদায়ের পর জুটি গড়েন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। এই জুটিতে ভর করে ১৬ ওভার ৪ বলে দলীয় অর্ধশতক পূর্ণ করে কিউরা। এই পর ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান করে লাঞ্চ বিরতিতে যায় নিউজিল্যান্ড। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ক্রিজে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামসন (২৬) এবং হেনরি নিকোলস (১১)।

এর আগে টেস্টের প্রথম দিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে প্রথম উইকেট হারালেও ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান করে প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনটাও ভালোই শুরু করে বাংলাদেশ। তবে পর পর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। তারপরও ১৮৪ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করে তারা। কিন্তু তৃতীয় সেশনে এসে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ব্যাটাররা একের পর এক বিলিয়ে দিয়ে আসেন উইকেট। ২৯০ রানেই ৯ উইকেট হারায় তারা। দশম উইকেট জুটিতে শরিফুল-তাইজুলের ২০ রানে ভর করে ৩১০ রানে প্রথম দিন শেষ করে টাইগাররা।

দ্বিতীয় দিনে শরিফুল-তাইজুল ব্যাটিংয়ে নামেন। কিন্ত বলেই নিউজিল্যান্ড উইকেট পেলে শেষ হয় বাংলাদেশের প্রথম ব্যাটিং ইনিংস। দ্বিতীয় দিনের প্রথম বলেই টিম সাউদির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শরিফুল ইসলাম। যার ফলে আগের দিনের ৩১০ রানের সঙ্গে কোন রান যুক্ত করার আগেই অলআউট বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে ছাত্রদলের ২৭ প্রস্তাবনা
বাকশাল করতে গিয়ে শেখ মুজিবকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল: মামুনুল হক
ঋণের সুদের হার কমাতে চীনকে অনুরোধ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা