লক্ষ্মীপুরে ৮১ হাফেজকে পাগড়ি প্রদান
লক্ষ্মীপুরে ৮১ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ইসলামী বয়ান অনুষ্ঠানে হাফেজদের মাঝে পাগড়ি বিতরণ করা হয়।
মাদরাসার সভাপতি এ এস এম বিপ্লব অনুষ্ঠানের সভাপতি ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকার ঢালকানগর পীর শাহ আবদুল মতিন বিন হুসাইন হাফেজদের পাগড়ি পরিয়ে দেন।
মাদরাসার বার্ষিক ইসলামী বয়ানের বিশেষ অতিথি ছিলেন, ঢাকার জুরাইন জামেয়া ফজলুল উলুম মাদরাসার শায়খুল হাদীস মুফতি ওমর ফারুক সন্দিপী,
পটিয়া মাদ্রাসার মুফতি বোরহান উদ্দিন, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মান্দারি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, মুহিউস সুন্নাহ জালালিয়া জামে মসজিদের খতিব মুফতি আবদুল আজিজ।এছাড়া মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসার মুহতামীম মোহাম্মদ আমির হোসাইনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাফেজরা লক্ষ্মীপুরের ছাড়াও নোয়াখালী ও চাঁদপুরের বাসিন্দা। তারা মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসা থেকে হাফেজ হয়েছেন। এছাড়া তাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এআর)