নওগাঁ-২: মনোনয়ন ফরম কেনায় বিএনপি নেতা মন্টুকে দল থেকে অব্যাহতি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১৬:৪৮| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৭:৪৫
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের প্রার্থী হতে তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র কিনে বিএনপি থেকে অব্যাহতি পেলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পত্নীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন স্বাক্ষরিত অব্যাহতিপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তবে বিষয়টি নিশ্চিত হতে পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এদিকে বিষয়টি স্বীকার করে মতিউর রহমান মন্টু বলেন, ‘আমি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করায় উপজেলা বিএনপি আমাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছে। তৃণমূল বিএনপি থেকে ভোট করবেন কি না এমন প্রশ্নের জবাবে মন্টু বলেন, তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে আমি মনোনয়ন তুলেছিলাম কিন্তু কাগজপত্রে সমস্যা থাকার কারণে সেটি জমা দিতে পারিনি।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/পিএস/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক
খুলনায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে অগ্নিসংযোগ
ড্রেজিং কাজে পাঁচদিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরিঘাট
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা