বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১৯:২১
অ- অ+

বগুড়ার শাজাহানপুরে স্ত্রীকে মারপিট করে বালিশ চাপায় হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় এই মামলার চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩ বিচারক মোহা. জালাল উদ্দিন এ রায় দেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট বিনয় কুমার দাস বিশু।

সাজাপ্রাপ্ত সবুজ মিয়া শাজাহানপুর উপজেলার জালশুকা দহপাড়া এলাকার হাকিম উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট বিনয় কুমার দাস বিশু ব‌লেন, ২০১২ সালের ২৩ আগস্ট সবুজ মিয়া তার স্ত্রী কোহিনুর বেগমকে মারপিট করে বালিশ চাপায় গুরুতর আহত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় কোহিনুরের বড় ভাই লিটন বাবু বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ ১১ বছর পর আদালত এই হত্যা মামলায় রায় ঘোষণা করা হলো।

তিনি আরো ব‌লেন, আদালত সবুজ মিয়া‌কে একই সাথে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দি‌য়ে‌ছেন। এছাড়া এ মামলায় সবুজের বাবা-মাসহ অপর চার আসামিকে খালাস দেয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানি বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক
খুলনায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে অগ্নিসংযোগ
ড্রেজিং কাজে পাঁচদিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরিঘাট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা