মুমিনুল-শান্ত জুটিতে ১০৪ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১৪:০৩| আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৪:৩৫
অ- অ+

সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২৬ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপরেই জুটি গড়ে দলের হাল ধরেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত।এই জুটিতে ভর করে কিউইদের বিপক্ষে লিড ১০০ ছাড়িয়েছে বাংলাদেশের। ৩৮ ওভারে ১১১ রান করে ১০৪ রানের লিড নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।

সিলেট টেস্টের তৃতীয় দিনে কিউইদের শেষ দুই উইকেট তু্লে নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। ১০ ওভারে রান করেন ১৯। যার মধ্যে টাইগারদের লিড দাঁড়ায় ১২। ১২ রান লিড নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ।

কিন্তু লাঞ্চ থেকে ফিরেই ঘটে ছন্দপতন।দলীয় ২৩ রানে এজাজ পাটেলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জাকির হাসান। আউট হওয়ার আগে করেন ৩০ বলে ১৭ রান।

জাকির হাসানের পথ ধরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করা জয় আজ দুর্ভাগ্যজনক রানআউটের শিকার। সাউদির বলে ড্রাইভ খেলেন নাজমুল হোসেন শান্ত, বল বোলারের হাত স্পর্শ করে ভেঙে যায় ননস্ট্রাইকের স্টাম্প। ফলে ৪৬ বলে ৮ রান করে রান আউট কাটা পড়েছেন জয়।তার বিদায়ে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

২৬ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন মুমিনুল ও শান্ত। আগের ম্যাচে তাড়াহুড়ো করে খেলতে থাকা শান্ত আজ শুরু থেকেই খেলতে থাকেন দেখেশুনে।

এই জুটিতে ভর করে ৩১ ওভারে দলীয় শতক পূর্ণ করে টাইগাররা। তার লিড ১০০ ছাড়ায় ৩৫ ওভারে।৩৮ ওভারে ১১১ রান করে ১০৪ রানের লিড নিয়ে চা পানের বিরতিতে গেছে বাংলাদেশ।

এদিকে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে দুই ব্যাটার কাইল জেমিসন আর টিম সাউদি। এই দুই লোয়ার অর্ডার ব্যাটারের জুটিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে লিডের খাতা খুলে বসে কিউইরা।

তবে লিড বড় করার আগেই কিউইদের ৩১৭ রানে অলআউটি করে দেন মুমিনুল হক। মুমিনুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান কাইল জেমিসন। আউট হওয়ার আগে করেন ৭০ বলে ২৩ রান। আর ৬২ বলে ৩৫ রান করে বোল্ড হয়ে ফিরে যান টিম সাউদি। যার ফলে প্রথম ইনিংসে ৩১৭ রানেই থামে কিউইরা।

(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে কারফিউ জারি
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা