সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ৮ যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১৬:২১
অ- অ+

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা অষ্টম দফার হরতাল-অবরোধ চলাকালে সারা দেশে আরও আটটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, যানবাহনগুলোর মধ্যে রয়েছে পাঁচটি বাস, একটি কন্টেইনার এবং একটি ট্রাক। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, রাজশাহীতে একটি, বগুড়ায় একটি ও কুমিল্লায় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিটের ৬৮ জন কর্মী।

ফায়ার সার্ভিস জানাচ্ছে, এই নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে ২৩৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২৫টি যানবাহন এবং ১১টি বিভিন্ন স্থাপনা। যার মধ্যে আওয়ামী লীগ-বিএনপির কার্যালয়ও রয়েছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা