রংপুর-৩: জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের রানি

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১৬:৩২| আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৬:৪৬
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানি।

এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে প্রায় দুই শতাধিক তৃতীয় লিঙ্গের সদস্যকে সঙ্গে নিয়ে রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে গত ২১ নভেম্বর মনোনয়ন ফরম তুলেছিলেন রানি।

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর ইসলাম আনোয়ারা ইসলাম রানির মনোনয়ন ফরম জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন জমা শেষে রানি জানান, রংপুর অঞ্চলের মানুষের কথা বলার মতো নেতা আমরা দেখিনি। এ অঞ্চলের মহাপরিকল্পনা বাস্তবায়ন করারও কেউ নেই। আমাদের অধিকার নিয়েও কেউ কথা বলে না। আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই। নির্বাচনে জিতলে সবার অধিকার নিয়ে কাজ করব।

জানা গেছে, রংপুর সদরের নুরপুরে জন্ম নেওয়া রানি রংপুর সরকারি ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন।

রংপুর সদরের সামছুল হক জানান, আমরা সাধারণত দেখি তৃতীয় লিঙ্গের মানুষজন রাস্তায় রাস্তায় ও মানুষের বাসা বাড়িতে গিয়ে টাকা নেয়। কিন্তু ভোটে দাঁড়াবে এটা বিস্ময়কর, তাও আবার জাতীয় নির্বাচন। তবুও তার জন্য শুভকামনা।

আরিফুল ইসলাম নামে আরেকজন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষগুলো সমাজে অবহেলিত ও বঞ্চিত। তারা যদি জনপ্রতিনিধি হয় তবে সেটা অবশ্যই ভালো খবর। আমি চাই রানি নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হোক।

রংপুর-৩ আসনে জিএম কাদের ছাড়াও আওয়ামী লীগের তুষার কান্তি মন্ডলসহ ১০ জন মনোনয়নপত্র নিয়েছেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পদের হিসাব ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা