ঢাকা বিভাগীয় রিটার্নিং কার্যালয়ে ১১৯টি মনোনয়ন জমা পড়েছে: কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৯:৩৪ | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ১৯:২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কার্যালয়ে সর্বমোট ১১৯টি মনোনয়ন পড়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরম গ্রহণ কার্যক্রম শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার বিকাল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. জাহাংগীর আলম বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা অতিক্রম করেছে। তাই বাংলাদেশ নির্বাচন কমিশন মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই।’

জাহাংগীর আলম বলেন, ‘প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার কয়টি দল কোন আসনে, মোট কত প্রার্থী অংশগ্রহণ করছে তা জানাতে পারব।'

কোন আসনে কতটি মনোনয়ন জমা পড়েছে: ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসে ঢাকা ৪ থেকে ১৮ আসনের মনোনয়ন বিক্রি হয়েছে। বিক্রি হওয়া মনোনয়নের মধ্যে ঢাকা ৮ আসনের সবথেকে বেশি মনোনয়ন জমা পড়েছে। আসনটিতে ১৩ মনোনয়ন জমা পড়েছে৷ এছাড়া ঢাকা ৪ আসনের ৮ টি, ঢাকা ৫ আসনের ৬ টি, ঢাকা ৬ আসনের ৬ টি, ঢাকা ৭ আসনের ৭ টি, ঢাকা ৯ আসনের ৯ টি, ঢাকা ১০ আসনের ৮ টি, ঢাকা ১১ আসনের ৭ টি, ঢাকা ১২ আসনের ৩ টি, ঢাকা ১৩ আসনের ৪ টি, ঢাকা ১৪ আসনের ৫ টি, ঢাকা ১৫ আসনের ৫ টি, ঢাকা ১৬ আসনের ৩টি, ঢাকা ১৭ আসনের ৭ টি এবং ঢাকা ১৮ আসনের মনোনয়ন জমা পড়েছে ৭ টি।

কোন দলের কতটি মনোনয়ন জমা পড়েছে: আওয়ামী লীগ ১৩, জাতীয় পার্টি ১৭, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ১২, জাকের পার্টি ৬, জাতীয় সমাতান্ত্রিক দল (জাসদ) ৩, জাতীয় পার্টি (জেপি) ২, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ১২, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসএফ) ৬, বাংলাদেশ কল্যাণ পার্টি ১, তৃণমূল বিএনপি ৭, বিকল্পধারা বাংলাদেশ ১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ১, বাংলাদেশ কংগ্রেস ৬, বাংলাদেশ তরীকত ফেডারেল বিটিএফ (২), ইসলামী ঐক্যজোট ১, বাংলাদেশ জাতীয় পার্টি ৬, গণতন্ত্রী পার্টি ১, মুক্তিজোট ৪, গণ ফন্ট ৩, বাংলাদেশ ইসলামী ফন্ট ২, স্বতন্ত্র ১৩।

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ

হজের প্রাথমিক নিবন্ধন শুরু

উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নেই

শিগগির সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, শিক্ষাক্রমে আপাতত পুরনো বই ও পরীক্ষা: শিক্ষা উপদেষ্টা

বন্যা মোকাবেলায় ক্যাম্পের সংখ্যা বাড়াল সশস্ত্র বাহিনী

৮ হাজার কোটি টাকার কেন্দ্রে বিদ্যুৎ নেই, এটাই উন্নয়নের বিভ্রান্তি: জ্বালানি উপদেষ্টা

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাওয়া হবে: পানিসম্পদ উপদেষ্টা

সিএমএইচগুলোতে চিকিৎসাধীন ছাত্রদের মধ্যে বাড়ি ফিরেছে ৬১০ জন

শিগগির সরকারের রূপরেখা প্রকাশ

পুলিশের লুট হওয়া আরও ৫৬৮ অস্ত্র উদ্ধার

এই বিভাগের সব খবর

শিরোনাম :