শীতলক্ষ্যায় ভেসে ছিলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থা একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের পেপার মিলের সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা। তারা ধারণা করছে, মৃতদেহের বয়স আনুমানিক ৩৫-৪০ এর ভেতর।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। মরদেহটির বিকৃত অবস্থায় রয়েছে। তবে আমরা
চোখের পাশে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। ধারণা করছি ৪-৫ দিন যাবত পরে আছে। ময়নাতদন্তের পর সঠিক তথ্য বলা যাবে।
(ঢাকা টাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন