চাঁদপুর-৩: জাতীয় পার্টির মহসীন খানের মনোনয়ন দাখিল

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ২১:৩৬
অ- অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের মনোনয়নপত্র দাখিল করেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মহসীন খান।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।

মনমোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরু মিজি, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা মাইনুদ্দিন মাইনু, জেলা জাতীয় পার্টির নেতা ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্র সমাজের আহবায়ক শরীফ হোসেন পাটোয়ারী সদস্য সচিব অ্যাডভোকেট আরিফ হোসেন প্রমুখ।

মনোনয়নপত্র দাখিলের পর অ্যাডভোকেট মহসীন খান সাংবাদিকদের বলেন, আমি জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়ন পেয়ে দলের প্রার্থী হয়েছি। আমি দৃড়ভাবে বিশ্বাস করি, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারলে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমি বিজয়ী হবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জাতীয় পাটির আমলে স্বাস্থ্যখাতসহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে। জাতীয় পাটির উপর এখনো মানুষের আস্থা আছে। নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

(ঢাকা টাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা