সালথায় বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অবস্থান

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২০:০৮ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ২০:০১

ফরিদপুরের সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী এক নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামে প্রেমিক হাফিজুর মোল্যার বাড়িতে অবস্থান নেন ওই নারী। সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারী প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে।

প্রেমিক হাফিজুর মোল্যা কাগদী স্বজনকান্দা গ্রামের চানমিয়া মোল্যার ছেলে। আর ওই নারীর বাড়ি পার্শ্ববর্তী একটি গ্রামে।

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া ওই নারী বলেন, গত তিন বছর ধরে হাফিজুরের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলছে। এরমধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় হাফিজুর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে হাফিজুর আমার সঙ্গে দেখা করে তার বাড়িতে যেতে বলে। আমি শুক্রবার সকালে হাফিজুরের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন আমাকে মারধর করেছে।

তিনি আরও বলেন, হাফিজুরের জন্য আমার ঘর-সংসার সব শেষ হয়ে গেছে। এখন হাফিজুর আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া গতি নেই।

এ বিষয়ে অভিযুক্ত হাফিজুরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় সম্ভব হয়নি। তবে তার মা বলেন, আমার ছেলের সঙ্গে ওই নারীর কোনো সম্পর্ক নাই। ওই নারীকে মারধরের কোনো ঘটনাও ঘটেনি।

মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন মাতুব্বর বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :