জামালপুরের ৩টি আসনে ৮ জনের মনোনয়ন বাতিল

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:২০
অ- অ+

জামালপুর ১, ২ ও ৩ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ৬ জন, তৃণমূল বিএনপির একজন ও জাকের পার্টির একজন রয়েছেন।

জামালপুরের রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মনোনয়ন বাতিল হওয়া আটজনের মধ্যে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের যাচাই কার্যক্রম সঠিক না থাকায় এবং দুইজন প্রার্থীর হলফনামা সঠিকভাবে দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জামালপুর- আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক, মো. মাহবুবুল হাসান ও তৃণমূল বিএনপির মো. গোলাম মোস্তফার মনোনয়ন বাতিল করা হয়েছে।

জামালপুর- আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া, এস এম শাহীনুজ্জামান, মো. শাহজাহান আলী মন্ডল ও জাকের পার্টির মো. আব্দুল হালিম মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়েছে ।

জামালপুর- আসনে শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের মনোনয়ন বতিল করা হয়েছে।

উল্লেখ্য এই ৩টি আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা