আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিন্টু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৩২
অ- অ+

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন মাহমুদুর রহমান পিন্টু।

রবিবার দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

মাহমুদুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু পদত্যাগ করেছেন ফলে চেয়ারম্যানের পদটি শূন্য হওয়ায় মাহমুদুর রহমান পিন্টু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার। বলেন, গত ২৭ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। ২৯ নভেম্বর তা গৃহীত হয়। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর থেকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু।

এ বিষয়ে মাহমুদুর রহমান পিন্টু বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, যতদিন মেয়াদ আছে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা