সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হয়েছে আগেই। তবে এখনও নিজ জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এই আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত করতে আজ সন্ধ্যায় ১৪ দলের শীর্ষ নেতাদেরকে গণভবনে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শরিকরা আসন সমঝোতার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক হচ্ছিল না। অবশেষে সোমবার সন্ধ্যায় সেই অপেক্ষা ঘুচবে শরিকদের।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকেই আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে- এমনটা নয়। শরিকরা ইতোমধ্যে যেসব আসন প্রত্যাশা করছেন এবং এর মধ্যে সর্বাধিক গুরুত্ব কোন কোন আসনে- সেই সংক্রান্ত একটি তালিকা জমা দেওয়া আছে আগেই। ওই তালিকাটিই আজকের বৈঠকে জোটের সমন্বায়ক উপস্থাপন করবেন। এরপর শেখ হাসিনা তালিকা বিশ্লেষণ করে সিদ্ধান্ত দিবেন।
উল্লেখ্য, দ্বাদশ নির্বাচনে অংশ নিতে মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এদিকে জাতীয় পার্টি ২৮৬টি, জাসদ ৯১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭টি, জাতীয় পার্টি (জেপি) ২০টি, বাংলাদেশ সাম্যবাদী দল ৬টি, গণতন্ত্রী পার্টি ১২টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল একটি মনোনয়নপত্র জমা দিয়েছে।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এসএম)

মন্তব্য করুন