পল্টনে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০১| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৩
অ- অ+

বিএনপি ও এর সমমনা দলগুলোর ৯ম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে করেছে ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে মিছিলটি দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।

দৈনিক বাংলা মোড়ে পুলিশ ধাওয়াতে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, আল মামুন, সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, সোহাগ চৌধুরী, সাকিব সরকার মাসুম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রাকিব হোসেন খান, সুলতানা আক্তার মিম, মশিউর রহমান, নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, সহ নাট্য বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, শাহাদাত হোসেন মানিক, সহ সাধারণ সম্পাদক শামীম শেখ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো রিয়াজুল ইসলাম রিয়াজ, শাহীন আল মাহমুদ, সম্পাদক জাকির হোসেন, সম্পাদক আকরাম হোসেন টুটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সম্পাদক আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, তিতুমীর কলেজ ছাত্রদলের খোকা আহম্মেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, মেহেদী হাসান আবির, আব্দুর রহিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, শামছুল আলম খান সোয়েব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদ বিন কবির, রাসেল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের জামিল সিদ্দিকী, টগর প্রধান, মো. রাসেল, জাহিদ হোসেন ফাহিম, হাম্মাদুর রহমানসহ প্রায় শতাধিক বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/জেবি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল 
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
সিগারেট অত্যন্ত সস্তা-সহজলভ্য, করারোপ ও মূল্যবৃদ্ধি জরুরি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা