কালিয়াকৈরে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

গাজীপুরের কালিয়াকৈরে গরুর খড় বোঝাই করা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী গরুর খড় বোঝাই করা একটি ট্রাক গাজীপুরের চন্দ্রা এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেল দিয়ে ট্রাকটির গতিরোধ করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এ সময় ট্রাকচালক ট্রাকটি দ্রুত মহাসড়কের পাশে থামিয়ে দিলে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। এতে ট্রাকের পেছনে থাকা খড় পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/পিএস/এআর)

মন্তব্য করুন