মহেশখালীতে সাবেক মেম্বারকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৫২| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৩১
অ- অ+

কক্সবাজারের মহেশখালীতে পান বরজের খাজনা নিয়ে দ্বন্দ্বের জেরে মোহাম্মদ নাছির উদ্দীন নামে সাবেক এক মেম্বারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শাপলাপুর মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নাছির উদ্দীন শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের আছাদ আলীর ছেলে এবং ওই ওয়ার্ডের সাবেক মেম্বার।

মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মনিপুর গ্রামের স্থানীয় নুরুল ইসলামসহ কয়েকজনের কাছে পানের বরজ করার জন্য জমি খাজনা (লাগিয়ত) দেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাছির উদ্দীন। পানের বরজের খাজনা নিয়ে এক পর্যায়ে বিরোধ হলে আজ সকালে নুরুল ইসলামের নেতৃত্বে আলমগীর ও মোহাম্মদ জহিরসহ ১০-১২ জন মিলে তাকে পিটিয়ে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শাপলাপুরের মনিপুরে পানের বরজের দ্বন্দ্ব নিয়ে নাছির উদ্দীনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য শাপলাপুর বাজারে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

((ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে প্রক্সি দলিল লেখকের দাপট
বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভেঙে দিল ছাত্র-জনতা
যুক্তরাষ্ট্রে নারী নেত্রীদের সঙ্গে বৈঠক জাইমা রহমানের
আনন্দ সিনেমা হলের সামনে ককটেল সদৃশ বস্তু রেখেছিল কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা