গ্রিসের শিশু উৎসবে চার ইরানি চলচ্চিত্র

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:০৮

গ্রিসের পিরগোস এবং আমালিয়াদা শহরে চলমান শিশু ও যুবকদের ২৬তম অলিম্পিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চারটি ইরানি চলচ্চিত্র অংশগ্রহণ করছে।

মাহমুদ গাফফারির ফিচার ফিল্ম ‘দ্য অ্যাপল ডে’, জাফর নাজাফির ডকুমেন্টারি ‘অ্যালোন’, আমির হোসেইন মোহসেনির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কলিশন’ এবং ইয়েগানে মোগাদ্দামের অ্যানিমেশন ‘আওয়ার ইউনিফর্ম’ উৎসবে দেখানো হবে। শনিবার বার্তা সংস্থা আইএসএনএ এই খবর জানিয়েছে।

২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবটি ৯ ডিসেম্বর শেষ হবে। পিরগোস এবং আমালিয়াদা ছাড়াও পশ্চিম গ্রিসের অন্যান্য শহর এবং এথেন্সে কিছু বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :