প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া সম্ভাব্য প্রার্থীদের আপিল দায়ের শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আপিল আবেদন দাখিল শুরু হয়।
জাতীয় সংসদের ৩০০ আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মনোনয়নপত্র দাখিল করা ২৭১৬ জনের মধ্যে এক হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত রবি ও সোমবার যাচাইবাছাইয়ে পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকা, অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করা এবং ঋণ খেলাপিসহ নানা কারণে বেশকিছু হেভিওয়েট প্রার্থীসহ ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়।
আরও পড়ুন>> মনোনয়নপত্র সাময়িক বাতিলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের খুশি হওয়ার কারণ নেই, প্রার্থিতা ফিরবে আপিলে
বাতিল হওয়া মনোনয়নপত্র বা প্রার্থিতা ফিরে পেতে মঙ্গলবার থেকে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সরজমিনে ঘুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশের বাম পাশে বসানো অস্থায়ী ক্যাম্পে ১১টি অঞ্চলের জন্য ১১টি আলাদা বুথ দেখা গেছে। জানা গেছে, সকাল থেকে ধীরে ধীরে বুথগুলোতে আসছেন প্রার্থীরা।
ইসির তথ্যমতে, ৯ ডিসেম্বর পর্যন্ত আপিলের আবেদন করা যাবে। তারপর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি নিয়ে আপিলের রায় ঘোষণা করা হবে।
কোন অঞ্চলে কোন জেলার প্রার্থীরা আবেদন করবেন
১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে আপিল করার জন্য। এক নম্বর বুথে রংপুর অঞ্চলের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। রংপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনআইডির উপ-পরিচালক মো. মোখলেচুর রহমান।
দুই নম্বর বুথে রাজশাহী অঞ্চলের জেলা জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা। দুই নম্বর বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা।
খুলনা অঞ্চলের জেলা মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
বরিশাল অঞ্চলের জেলা বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল ঝালকাঠি ও পিরোজপুর। ময়মনসিংহ অঞ্চলের জেলা টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা এবং কিশোরগঞ্জ। ঢাকা অঞ্চলের জেলা মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ। ফরিদপুর অঞ্চলের জেলা রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর। সিলেট অঞ্চলের জেলা সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। কুমিল্লা অঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর। চট্টগ্রাম অঞ্চলের জেলাসমূহ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান।
এসব অঞ্চলে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।
(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন