আসন ভাগাভাগি: আমুর বাসায় ১৪ দলের নেতারা

জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি করতে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা।
মঙ্গলবার বিকালে ইস্কাটনে আমির হোসেন আমুর বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় ১৪ দলের একাধিক নেতারা ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আমির হোসেন আমুর নিজ বাসভবনে এ বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু রাত ১০টা পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে বৈঠক করেন জোট নেতারা। কিন্তু অমীমাংসিত রেখেই শেষ হয় বৈঠক।
এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টনের জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে আসন বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আজ আসন ভাগাভাগি করতে আমির হোসেন আমুর বাসায় বৈঠকে বসেছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।
জানা গেছে, শরিকদের আসন সংখ্যা বাড়ানোর দাবি থাকলেও গত নির্বাচনের চেয়ে এই নির্বাচনে আসন সংখ্যা কমতে পারে।
(ঢাকাটাইমস/৫ডিসেম্বের/জেএ/বিবি/ইএইচ)

মন্তব্য করুন