অবরোধের সমর্থনে বনানীতে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ২২:১০

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা ‍বুধবার থেকে ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে বনানীর কাকলী থেকে শুরু হয়ে মশাল মিছিলটি শুরু হয়। পরে মহাখালী দিকে এগুতে থাকলে পুলিশ মিছিলের পেছন থেকে ধাওয়া দিলে পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, মো. সুরুজ মন্ডল, যোবারের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, নাজমুল হক হাবিব, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান, সোহরাব হোসেন সুজন, এমএম মারুফুল ইসলাম, রাকিবুল ইসলাম রোকন, মৃধা মো. মাসুদ রানা, মো. হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদীন নান্নু, আব্দুল্লাহ আল মামুন কাওসার, কবির হোসেন ফকির, ফজলুল হক নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, ইব্রাহীম খলিল বিপ্লব, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, গোলাম মোস্তফা।

আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক ওমর ফারুক মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক জি এম ফখরুল হাসান, যোগাযোগ সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, অর্থ সম্পাদক রিয়াজ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল হাসান বাপ্পী, বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক আরিফ আহমেদ রনি, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান, সহ-আপ্যায়ন সম্পাদক ফকির ইব্রাহীম, কেন্দ্রীয় সদস্য কাজী আজহার হোসেন, আমির হামজা রাজু।

এছাড়াও ছাত্রনেতা আবু তালেব এবং তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম সিদ্দিকী টিটুসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইফ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান তুহিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মারুফ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুর রহমান শিপন, ইস্তিয়াক রাব্বি, স্টামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ইন্টারন্যাশনাল হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইমন, বাংলা কলেজ ছাত্রলের সহ-সভাপতি আবদুল কাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রামানিক, সদস্য মো. রাসেল, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক জয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেতা আসিফ হোসেন মনিক প্রমুখ।

(ঢাকা টাইমস/০৫ডিসেম্বর/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

মতিঝিলে ভুয়া ডিবি আটক

মিরপুরে অটোরিকশা চালকদের ভাঙচুর-অগ্নিসংযোগ, ৪ মামলায় আসামি ২৭০০ 

সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি অটোরিকশা চালকদের

২৫ মে বঙ্গবাজার বিপণিবিতান নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দুই পুলিশ বক্সে আগুন, প্রচলিত আইনে ব্যবস্থা: ডিসি জসিম উদ্দিন

কাঁচা মরিচের বাজারে আগুন, ১০ দিনের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ

নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম নিয়ে মেয়র আতিকের সঙ্গে জনপ্রতিনিধিদের বৈঠক 

কালশীতে পুলিশের সঙ্গে অটোচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জামায়াত-বিএনপির সহযোগিতায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে: ইলিয়াস মোল্লা

চার বছরের ‘উন্নয়ন চিত্র’ তুলে ধরে মেয়র তাপসের সংবাদ সম্মেলন

এই বিভাগের সব খবর

শিরোনাম :