সিরাজগঞ্জে পিকআপে আগুন, পুড়ে ছাই ৭০৫০ মুরগির বাচ্চা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ব্রয়লার মুরগির বাচ্চাবাহী একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানে থাকা সাত হাজার ৫০টি মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস অফিসার রেজাউল করিম বলেন, ‘রাতে গাজীপুর থেকে একটি পিকআপ ভ্যান ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঢাকা–পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তারা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পিকআপ ভ্যানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পিকআপে থাকা সাত হাজার ৫০টি মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে। দুর্বৃত্তদের হামলায় পিকআপ ভ্যানের চালক মোখলেসুর রহমান আহত হয়েছেন।’

(ঢাকা টাইমস/০৭ডিসেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :