পদ্মা ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিম “বিজয় ৭১” উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক:
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:০০| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১:২৬
অ- অ+

নতুন পণ্য ‘বিজয় ৭১’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে মহান বিজয়ের মাসে শুরু হলো পদ্মা ব্যাংকের জয়োৎসব।

‘বিজয় আয়োজনে সবার চেতনায় ধ্বনিত হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়গাথার স্মৃতিচারণ আর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। তেমনি পদ্মা ব্যাংকও বিজয় উদযাপন করতে গ্রাহকদের জন্য নিয়ে এলো মাত্র ৭১ দিনে ৯% হারে ফিক্সড ডিপোজিট করার সুযোগ।

সম্প্রতি এই স্কিমটি গুলশানের হেড অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ।

মাত্র ৭১ দিনে এক বছরের মুনাফা উপভোগ করবেন গ্রাহকরা। যা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অনন্য।

এটিকে আরেকটি বিজয় উল্লেখ করে ব্যাংকের রিটেইল ব্যাংকিং হেড মীর শফিকুল ইসলাম বলেন, বিজয় মানেই উৎসব। এতো স্বল্প সময়ে ফিক্সড ডিপোজিটের কথা কিছুদিন আগেও চিন্তা করতে পারতেন না কোনো গ্রাহক। পদ্মা ব্যাংকের হাত ধরে সেটা এখন বাস্তব। আগামীতে গ্রাহকদের জন্য আরো আকর্ষণীয় স্কিম নিয়ে আসার ঘোষণা দেন শফিকুল ইসলাম।

এছাড়া সম্প্রতি মাসিক সেভিংস স্কিম নামে প্রতি মাসে সঞ্চয় স্কিম এনেছে পদ্মা ব্যাংক।

৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ হাজার টাকা কিস্তিতে তিন, পাঁচ, আট এবং দশ বছরের

জন্য খোলা যাবে এই একাউন্ট। ১১% থেকে ১৪% হারে লভ্যাংশ পাওয়া যাচ্ছে এই স্কিমে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা