তেজগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: রেল যোগাযোগ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লাগতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ২০:৪২| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২২:৩৮
অ- অ+

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কম্পিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল থেকে সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ সম্পন্নের পর ট্রেন চলাচল শুরু হতে আরো দুই ঘণ্টা সময় লাগতে পারে চলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিকাল ৪টা ৫০ মিনিটে ডাউন লাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। ওই সময়ে আপ লাইন দিয়ে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন সুবর্ন এক্সপ্রেস চালানো হয়েছিল। তাই সেটিও সেখানে দাঁড়িয়ে আছে। সার্বিক অবস্থা ঠিক হতে আরও ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। ফলে, বিভিন্ন গন্তব্যে যাত্রা শুরু করার কথা থাকলেও দুর্ঘটনাজনিত কারণে ট্রেনযাত্রা সাময়িক বিলম্ব হচ্ছে।

জানা গেছে, সিরাজগঞ্জের উদ্দেশ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) বিকাল ৪টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো পর্যন্ত স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) বিকাল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি তা ছেড়ে যায়নি। একইভাবে চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) বিকেল ৫টায়; জয়দেবপুরগামী তুরাগ কমিউটার (তুরাগ) ৫টা ২০ মিনিটে এবং আখাউড়াগামী তিতাস কমিউটার (৩৬) ৫টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার এখনো স্টেশনেই অপেক্ষা করছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/বিবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা