দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩০| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০০
অ- অ+

"উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ" এ প্রতিপাদ্যে ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরে আতাতুর্ক স্কুলের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।

পতাকা উত্তোলন শেষে আতাতুর্ক স্কুল অডিটোরিয়ামের সামনে মানববন্ধন করা হয়। পরে স্কুল অডিটোরিয়ামে দুর্নীতি দমন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার সভাপতিত্বে দুর্নীতি বিরোধী দিবসের এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমাম হাছান কচি ও এম এ তাহের পন্ডিতসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্ষ্ঠান থেকে দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা