মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি সুলতান উদ্দিন, সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনসহ পায়রা উড়িয়ে দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।
(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন