গাজীপুরে খিচুড়ি নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ | প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৩০

গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে খিচুড়ি নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডে আউচপাড়া মামদি মোল্লা স্কুলের হলরুমে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনে আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেল। তার সমর্থনে মামদি মোল্লা স্কুলের হলরুমে রাত ৮টা থেকে উঠান বৈঠক শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে বৈঠক শেষে খিচুড়ি বিতরণ শুরু করা হয়। এ সময় স্থানীয় রিংকু ও রবিন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন পাঁচজন। আহতদের মধ্যে সোহান নামে একজনের নাম জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা। তিনি এসে দুপক্ষকে সরিয়ে দেন। এরপর দুপক্ষ স্কুলের বাইরে পৃথকভাবে অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন না আ.লীগ প্রার্থী জাহিদ আহসান রাসেল। তবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর নাসির মোল্লা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা খাতুনসহ স্থানীয় নেতারা।

টঙ্গী পশ্চিম থানার (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :