অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯

সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ অন্যান্য সমমনা দলের সারা দেশে ডাকা ১১ ধাপের অবরোধ কমর্সূচির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যান্যদিনের মতোই আজ মহাসড়কে লোকাল গণপরিবহন দূরপাল্লার অধিকাংশ যানবাহন চলাচল করতে দেখা গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় সাইনবোর্ড ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের প্রায় প্রতিটি বাসস্ট্যান্ডে অতিরিক্ত গাড়ির পাশাপাশি যাত্রীরও চাপ রয়েছে। এদিকে যেকোনো অরাজকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এর ফলে নির্বিঘ্নে চলাচল করছে পরিবহন।

আশরাফুল হাসান নামের এক যাত্রী জানান, এক জরুরি কাজে বের হয়েছিলাম। মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করায় আশা করছি গন্তব্যস্থলে যেতে কোনো সমস্যা হবে না।

বাবলু নামের এক ব্যবসায়ী জানান, এক ব্যবসায়িক কাজে ফেনী যাওয়ার উদ্দেশে শিমরাইল মোড় থেকে বাসের টিকেট কিনলাম। এখন বাসের জন্য অপেক্ষা করছি। বাস পেতে তেমন সমস্যায় পড়তে হবে না প্রত্যাশা করছি।

আব্দুল্লাহ নোমান নামের এক বাসচালক জানান, সকাল থেকেই মহাসড়কে বাস নিয়ে চলাচল করছি। এখনো কোথাও কোনো সমস্যা হয় নি। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ থাকায় ভয় কাজ করছে না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এখনো পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমাদের থানা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছি।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এআর )

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিস্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :