নড়াইলে মানবপাচারকারী শাকিলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩২| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬
অ- অ+
মানবপাচার মামলার আসামি শাকিল হোসেন।

একাধিক মানবপাচার মামলার প্রধান আসামি নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের শাকিল হোসেনের (৩৭) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার থেকে রিমান্ড শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত- এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার আহম্মেদ রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনার হরিণটানা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ডিসেম্বর গভীর রাতে কালিয়া থানা পুলিশের সহযোগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে শাকিলকে গ্রেফতার করে হরিণটানা পুলিশ। শাকিল চাঁচুড়ী গ্রামের ছাব্বির রহমান মনু মোল্যার ছেলে। তার বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক ফৌজদারী মামলা রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা গ্রামের মিতা খানমকে ফ্রান্সে পাঠানোর কথা বলে ভারতে পাচারের অভিযোগে গত ডিসেম্বর খুলনার হরিণটানা থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা খাজা মিয়া শেখ।

মামলার অন্য আসামিরা হলেন-নড়াইলের চাঁচুড়ী গ্রামের রাজিবুল ইসলাম রাজিব, রাকিবুল ইসলাম রাতুল, মমিনুল ইসলাম সাগর পিয়ারী বেগম।

ভুক্তভোগী পরিবার খুলনার হরিণটানা থানা এলাকায় ভাড়া থাকা অবস্থায় মিতা খানম পাচারের শিকার হন।

খাজা মিয়ার অভিযোগ, শাকিল সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা। গ্রামের সহজ-সরল নারীদের বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাত করে ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে দেয়।মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী মিতা খানমকে উদ্ধার, এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেফতারসহ মামলাটি তদন্তের জন্য আদালতে শাকিলের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 
লন্ডনে অনুষ্ঠিত বৈঠক ইতিবাচক: জোনায়েদ সাকি 
৫৪ বছর যারা দেশ চালাতে পারেনি, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে: আতাউর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা