ঘন কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, শীতবস্ত্রের অভাবে বিপাকে ছিন্নমূল মানুষ
গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে কুড়িগ্রামে। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ রবিবার।
আবহাওয়া অফিসের মতে, রবিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল এ জনপদ। দিনের অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকছে সূর্য। ফলে বিপাকে পড়েছে ছিন্নমূল ও অতি দরিদ্র মানুষজন। ব্যাহত হয়ে পড়েছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। শ্রমজীবী মানুষ সময়মতো কাজ যেতে না পারায় দুর্ভোগ বেড়েছে তাদের।
প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নদ-নদী তীরবর্তী এলাকার দরিদ্র মানুষের।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ৪৫ হাজার কম্বল সংশ্লিষ্ট উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, আমার ইউনিয়নটি নদীবেষ্টিত। এখানে প্রচুর শীত ও কুয়াশা। এখানকার মানুষ শীতে কাবু হয়ে পড়েছে। অথচ এখন পর্যন্ত সরকারিভাবে শীতবস্ত্র পাইনি।
(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/পিএস)
মন্তব্য করুন