গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ১জন নিহত ও ৩জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মাদ উল্লাহ (৩৭) প্রাইভেটকার চালক। তিনি মানিকগঞ্জের সানবান্দা গ্রামের আব্দুল লতিফ মাস্টারের ছেলে। আহত হয় প্রাইভেটকারে থাকা মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর তিন ছেলে মো. ফাহিম (১৯), মো. ফাহাদ (১৮) মো. ইফাদ (১৬)।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস ও মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটো গাড়িতেই আগুন ধরে যায়। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যানবাহন দুটি পুড়ে যায়। পরে ফায়ার সাভির্স এবং হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তবে বাসের কোন যাত্রীর হতাহতের ঘটনা ঘটে নাই।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :