৭ নতুন তারকাকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া্ ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৭

আগামী বছরের জানুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ওয়েস্ট ইন্ডিজ।তবে এবার একেবারেই আনকোরা এক স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েষ্ট ইন্ডিজ। যেখানে নতুন মুখই রয়েছে ৭ জন। বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।

বুধবার (২০ ডিসেম্বর) দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের (সিডব্লুআই)।

অস্ট্রেলিয়া সিরিজের বিপক্ষে স্কোয়াড সাজাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়ানডে দলে সুযোগ না পাওয়ায় গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে অবসরে চলে যান ড্যারেন ব্র্যাভো। তিনি ২০২০ সালের পর থেকে টেস্ট খেলেননি। তার মতো অবসর না নিলেও কিছুদিন আগে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেন ক্যারিবিয়ানদের সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান। সঙ্গে অলরাউন্ডার কাইল মায়ার্সও চুক্তি করেননি।

এতে করে টেস্ট দল ঘোষণা করতে গিয়ে হিমশিম খায় সিডব্লুআই। নতুন ৭ জন হলেন- জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান ও শামার জোসেফের কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। দুই একজনের অন্য সংস্করণে খেলার অভিজ্ঞতা থাকলেও অধিকাংশর কোনো সংস্করণে খেলার অভিজ্ঞতা নেই।

অনভিজ্ঞদের নিয়ে দল সাজাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে তা স্বীকার করে নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্কোয়াড প্রভাবিত হয়েছে।তবে পরাশক্তি অস্ট্রেলিয়ার কাছে দলটা আনকোরা হলেও আত্মবিশ্বাসী তিনি। তিনি বলেন, ‘স্কোয়াডে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ঘাটতি আছে। তবে গত এক বছর আমরা লাল বলের শক্তিশালী প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে এনেছি। বাছাইকৃত ক্রিকেটাররা সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন টেস্ট ম্যাচে নিজেদের স্কিল প্রদর্শনের সুযোগ দিতে হবে তাদের। অস্ট্রেলিয়া সব সময়ই চ্যালেঞ্জিং। কিন্তু আমরা আমাদের দলকে নিয়ে আত্মবিশ্বাসী।’

অথচ, এবারের সফরে শক্তিশালী দলই ঘোষণার কথা ছিল ক্যারিবিয়ানদের। কেননা দীর্ঘ ২৬ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে জয় পায় না তারা। ১৯৯৭ সালের পর এখন পর্যন্ত ১৬ টেস্ট খেলে ১৪টিতেই হেরেছে ক্যারিবিয়রা। দীর্ঘ অপেক্ষা ফুরাতে হলে নিশ্চিতভাবেই বাড়তি কিছু করতে হবে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল ও অভিজ্ঞ পেসার কেমার রোচদের।

দুই টেস্টের সিরিজের প্রথমটি আগামী ১৭ জানুয়ারি শুরু হবে অ্যাডিলেডে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ২৫ জানুয়ারি। টেস্ট শেষে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দু’দল।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল

ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলেজেরি জোসেফ, ত্যাগনারায়ণ চন্দরপল, কেমার রোচ, জাচারি ম্যাককাস্কি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রেভস, কেভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, শামার জোসেফ, ক্রিক ম্যাকেনজি, আলিচ অ্যাথানজি, জশুয়া ডি সিলভা, গুদাকেশ মোতি।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা: হাথুরু

বাংলাদেশি পেসারকে নিজেদের দলে নিতে চান ভারতীয় অধিনায়ক

বিশ্বকাপের ফটোসেশন সারলেন শান্ত-সাকিবরা

বিকালে শান্ত-সাকিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু

৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

এই বিভাগের সব খবর

শিরোনাম :